জানাজায় গিয়ে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৫ আগস্ট ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী এক নারীর জানাজায় গিয়ে করিম উদ্দিন শাকিল (২৫) নামের উপজেলা ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে করালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাকিল বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের করালিয়া এলাকায় একটি জানাজায় অংশ নিতে গেলে সন্ত্রাসীরা তার দুই পায়ে গুলি করে এবং রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ করে বলেন, ‘মেয়র কাদের মির্জা অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্চি মাসুদ, মানিক, দিলিপ দাস, জিসান, ফাহাদসহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাকিলের ওপর গুলি করে পিটিয়ে পা ভেঙে দেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।