বজ্রপাতে মৃত্যু : শোকে স্তব্ধ স্বজনরা, থামছে না কান্না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২১

খুশির দিন মুহূর্তেই পরিণত হয় শোকে। চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে নিহত ১৬ জনের বাড়িতেই চলছে শোকের মাতম।

অভিভাবক হারিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না তবজুলের নাতনি সেলিনা খাতুন। এ ঘটনায় নিজের বাবা আর স্বামীকেও হারিয়েছেন তিনি। বলেন, তার এখন আর কোনো আশ্রয় নেই। স্বামী, বাবা, নানা-নানি, মামা-মামি, খালা সবাইকে হারিয়েছি। এখন আমার কী হবে জানি না। তার কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তার আহাজারিতে এলাকাবাসীও চোখের পানি থামাতে পারছেন না।

jagonews24

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে বর আল মামুনের নানার বাড়িতে গিয়ে দেখা যায় এমনই দৃশ্য। বরের নানা তবজুল ইসলামসহ এক বাড়িরই সাত সদস্য মারা গেছেন। তবজুল ইসলামের বাড়ির উঠানেই দাফন করা হয়েছে ছয়জনকে।

একই অবস্থা ডাইলপাড়া গ্রামে বর আল মামুনের বাড়িতেও। বজ্রপাতে নিজের বাবাকেও হারিয়েছেন তিনি। সঙ্গে আরও ১৬ স্বজনকে হারিয়ে তার পাগলপ্রায় অবস্থা। এভাবেই জীবনের আনন্দের দিন বিষাদে পরিণত হবে তা কল্পনাও করতে পারেননি তিনি।

jagonews24

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এ ঘটনায় আহতদেরও খোঁজখবর নেয়া হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) নৌকাযোগে সদর উপজেলার নারায়ণপুর থেকে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে পাঁচ নারীসহ ১৬ জনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি সদর ও শিবগঞ্জ উপজেলায়।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।