কাপ্তাইয়ে ৫শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ১১:১৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল আরিফ উদ্দিনসহ অন্যরা

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে পাঁচশ’ দুঃস্থ ও শীতার্ত পরিবারকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকলে কাপ্তানিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কর্ণফুলি প্রকল্প উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফ উদ্দিন।

এছাড়া কাপ্তাই সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওবাইদুল্লাহ হিলসাফী, পিডিবি কর্মকর্তা অশোক চৌধুরী, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রহমান, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ডা. হেলাল উদ্দিন, পিডিবির সিবিএ শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, পিডিবি শ্রমিক দল সভাপতি বেলাল আহম্মদ, শিক্ষক সফিকুল ইসলাম, সাংবাদিক মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মোকাবেলার জন্য দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে কাপ্তানিয়ান ফাউন্ডেশন। কাপ্তাইয়ে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে চলেছে। কাপ্তাইয়ের বেশির ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।

সুশীল প্রসাদ চাকমা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।