১১ কেভি বিদ্যুতের লাইনে হাত আটকে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৪ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইলে বিদ্যুতের লাইনে হাত আটকে আব্দুল কাদের (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেলে গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজারে বহুতল ভবনের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কাদের শিমলা বাজারে হযরত আলীর ছেলে নজরুল ইসলামের নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করছিলেন। এসময় ভবন সংলগ্ন বিদ্যুতের ১১ কেভি লাইনের তারে হাত আটকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।