টেক্সটাইল মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৪ আগস্ট ২০২১

মানিকগঞ্জের সাটুরিয়ায় টেক্সটাইল মিলে ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এসময় লুট হওয়া সুতা এবং ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেডের গোডাউন ম্যানেজার টাঙ্গাইলের গোপালপুর থানার বাইশকাল গ্রামের আব্দুল করিম (৩৮), পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামের মো. রেজাউল (৩২), ঢাকার আশুলিয়া এলাকার ওবায়দুল (৪২) এবং মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লিটন শেখ (৩৬)।

ভাস্কর সাহা জানান, ১ আগস্ট রাত আড়াইটায় উপজেলার নয়াডিঙ্গী এলাকায় রাইজিং নিট টেক্সটাইলস লি. এ হামলা চালায় ১২/১৩ জনের একদল ডাকাত। এসময় তারা সিকিউরিটি গার্ডদের মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে গোডাউনের সামনে থেকে তিন ধরনের প্রায় ৪৩ লাখ টাকা মূল্যমানের সুতা নিয়ে একটি নাম্বারবিহীন কার্ভাড ভ্যানে পালিয়ে যায়।

এ ঘটনায় কোম্পানির ডিজিএম (অ্যাডমিন) মোশারফ হোসেন সাটুরিয়া থানায় একটি মামলা করেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি কার্ভাডভ্যানকে সন্দেহ করে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে সাভারের আশুলিয়াসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুতাভর্তি কার্ভাডভ্যান উদ্ধার ও চার ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।