অপহরণের ১২ ঘণ্টা পর শিশুকে উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৩ আগস্ট ২০২১

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে নাসিব (৭) নামে এক শিশুকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে অপহৃত হয় শিশু নাসিব। সে রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

গ্রেফতাররা হলেন-রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রুস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষ্মীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)।

Child-(2).jpg

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমতিয়াজ অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে শিশু নাসিব অপহৃত হয়। পরে পরিবারের পক্ষ থেকে ওইদিন দুপুরে কোনাবাড়ি থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। রাত ৯টার দিকে শিশু নাসিবকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।