যশোরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

যশোরের মনিরামপুরের পল্লীতে সবুজ হোসেন (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলের দিকে উপজেলার ডুমুরখালী বাজারে তাকে কুপিয়ে জখম করার দেড় ঘণ্টা পর তার মৃত্যু হয়।

নিহত সবুজ উপজেলার ডুমুরখালী গ্রামের আকবর হোসেনের ছেলে ও ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

নিহতের ভাই রাকিব হোসেন ও তার মামা রুহুল আমিনের ভাষ্য মতে, দুপুর আড়াইটার দিকে সবুজ হোসেন বাড়ি থেকে স্থানীয় ডুমুরখালী বাজারে যায়। বাজারে পৌঁছালে আমিনুর রহমানের দোকানে বসে থাকা একই গ্রামের বুলু মিয়ার ছেলে গোলাম মোস্তফা ও তার ভাই জসিম উদ্দিন পূর্বশত্রুতার জের ধরে সবুজের উপর হামলা করে। তারা ধারালো দা দিয়ে সবুজের ঘাঁড়ে কোপ দেয়। আশপাশের লোকজন সবুজকে দ্রুত উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মনিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রমজান আলী জানান, নিহত সবুজ এবং হামলাকারী জসিম ও তার ভাই একই সঙ্গে চলাফেরা এবং তারা নেশাও করেন। শনিবার সকালে তাদের মধ্যে গোলযোগ হয়। পরে দুপুরের পরে সবুজ মোটরসাইকেলযোগে ডুমুরখালী বাজারে গেলে জসিম ও তার ভাই দা দিয়ে ঘাঁড়ে কোপ দেয়। পরে সবুজ হাসপাতালে মারা যায়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আবদুর রশিদ জানান, সবুজের ঘাঁড়ের স্পাইনাল কট কেটে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। জরুরি বিভাগে পৌঁছানোর আগেই সবুজ মারা গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।