নারী মেম্বারকে মারধর করায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ আগস্ট ২০২১

সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যকে মারধরের অভিযোগে কে এম আলমগীর হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তেরখাদা উপজেলার বারাসত ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (০১ আগস্ট) সকালে তেরখাদা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন, মিল্টন মুন্সি (৪৫) ও সোহাগ মুন্সি (৩৪)।

গত ২৮ জুলাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন একই ইউনিয়নের ৪, ৫, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রিনা বেগম।

মামলা সূত্রে জানা যায়, ওই দিন সকালে রিনা বেগমকে মারধর করেন গ্রেফতারকৃতরা একই সঙ্গে তারা ওই নারী মেম্বারের কাছে থাকা ১৫ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন বলেন, গ্রেফতারের পর তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমগীর হান্নান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।