নড়াইলে ১৯২৫ রাউন্ড গুলি উদ্ধার


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১২ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৭৫ রাউন্ড এসএলআর এবং ৫০ রাউন্ড থ্রি নট থ্রি গুলিসহ দু’টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, লোহাগড়ার সরকারপাড়ার লুৎফর রহমানের বাড়ির ভিত্তিপ্রস্তর খোঁড়ার সময় দুই ফুট মাটির নিচে শ্রমিকরা গুলি ও অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কেএম জাফর আলী ও শিমুলের নেতৃত্বে একদল পুলিশ এসব গুলি ও অস্ত্র উদ্ধার করে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন। এসব অস্ত্র ও গুলিতে মরিচা ধরেছে।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।