চাঁদপুরে ১ আগস্ট চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:২৩ এএম, ৩০ জুলাই ২০২১

অডিও শুনুন

চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ভর্তি রোগীদের অক্সিজেন সেবা নিরবচ্ছিন্ন করতে ১ আগস্ট থেকে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট।

শুক্রবার (৩০ জুলাই) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্ল্যান্টের চিফ টেকনিকাল অফিসার সোহরাব উদ্দিন জানিয়েছেন সব কিছু ঠিক থকলে ১ আগস্ট থেকে আমরা লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে পারবো। মূল প্ল্যান্টটিতে তৈরি হবে ছয় হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।‘

chandpur1

সিভিল সার্জন বলেন, ‘এই লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু হলে শুধু চাঁদপুর নয় আশপাশের জেলার রোগীরাও এর সুবিধা নিতে পারবেন। ইউনিসেফের অর্থায়নে ও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়।’

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৯৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।