ফরিদপুরে ঝড়ে বাড়িঘর-গাছপালা লন্ডভন্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২১

ফরিদপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে দুইটি গ্রামের বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়টি কয়েক মিনিট স্থায়ী ছিল।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম এবং পার্শ্ববর্তী আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঝড় বয়ে যায়।

ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের বাসিন্দা মজিবর রহমান মিয়া বলেন, গভীর রাতে হঠাৎ করে পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়া যায়। গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়।

jagonews24

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল এবং নগদ কিছু টাকা দিয়ে সহায়তা দেয়া হয়। ক্ষয়ক্ষতির তালিকা করে সরকারিভাবে তাদের আরও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।