বড়শিতে উঠে এল ৭ কেজির বাঘাইড়, ৩১০০ টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৯ জুলাই ২০২১

পদ্মার দৌলতদিয়ায় এক মৌসুমি মৎস্য শিকারির বড়শিতে সাত কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। বড়শিতে বড় মাছ ধরা পড়ার খবরে অনেকে ছুটে আসেন দেখতে।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ তিন হাজার ১০০ টাকায় কিনে নেন মাছটি। পরে স্থানীয় এক ব্যক্তির কাছে তিন হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

মৌসুমি মৎস্য শিকারি মজিবর মোল্লা বলেন, লকডাউনে কাজ বন্ধ, তাই ফেরিঘাটের পন্টুনে বসে বড়শিতে মাছ ধরার চেষ্টা করি। এতদিন ছোট ছোট মাছ পেলেও আজ প্রায় সাত কেজি ওজনের একটি বাঘাইড় পেয়েছি।

তিনি বলেন, মাছটি বিক্রি করে তিন হাজার ১০০ টাকা আয় হয়েছে। এ দিয়ে পরিবার নিয়ে কয়েক দিন চলে যাবে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।