হাতকড়াসহ পালিয়েও হলো না শেষ রক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৮ জুলাই ২০২১

নেত্রকোনার আটপাড়ায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না হাবিবুর রহমান (৪৭) নামের নারী নির্যাতন মামলার এক আসামির।

বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেস্বরপুর গ্রামের একটি জঙ্গল থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়ের করা একটি মালার তিন মাসের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে আটপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় তিনি অসুস্থ অনুভব করলে পুলিশ তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বুধবার সকাল ৬টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ গ্রামের একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি হাবিবুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে মো. আল-আমিন ও আবুল বাশার নামের যে দুজন পুলিশ পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।