বাঁশবাগানে ফেলে যাওয়া মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৮ জুলাই ২০২১

শরীরে ঘাঁ হওয়ায় ফরিদপুরে একটি বাঁশ বাগানে রাতের আঁধারে অ্যাম্বুলেন্সে এনে ফেলে যাওয়া হয় মুমূর্ষু এক রোগীকে। ৯৯৯-এ কল পেয়ে ওই রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘাঁ নিয়ে বাঁশ বাগানে পড়ে থাকা এক রোগীর কথা জানতে পারে পুলিশ। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিলের উপপরিদর্শক (এসআই) ফুরকান খান ও কৃষ্ণ বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। সেখানে মুমূর্ষু ওই রোগীকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এসআই ফুরকান বলেন, ‘এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। রোগী হয়তো আগে আগুনে পুড়েছিল। চিকিৎসার অভাবে পোড়া জায়গায় ইনফেকশন হওয়ার জন্য ক্ষত বেশি হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সে জেলা সদরের অদূরে বাঁশ বাগানে ফেলে যাওয়া অমানবিক হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে পারত। বিবেকহীন মানুষের কাজ বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘মুমূর্ষু রোগীকে হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে। ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং মহানুভবতায় ফরিদপুর জেলা পুলিশের তহবিল থেকে তার প্রয়োজনীয় ওষুধ ও পোশাক সরবরাহ করা হয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।