ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে চেয়ারম্যানের ছেলের আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৮ জুলাই ২০২১

যশোরের শার্শা উপজেলায় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আশরাফুল আলম অপু (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার বাগআঁচড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তিনি এক সন্তানের জনক। তার অকাল অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অপু বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ইলিয়াছ কবির বকুলের বড় ছেলে।

চেয়ারম্যান ইলিয়াছ কবির জানান, তার দুই ছেলে বাসার তিনতলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। দুই ভাইয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ছেলে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।