করোনার নমুনা দিতে এসে হাসপাতালেই মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিতে এসে কামরুন্নাহার (৪০) নামের এক নারীর মৃত্যৃ হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। মৃত কামরুন নাহার মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারে স্ত্রী।
কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার জানান, তার স্ত্রী কয়েকদিন ধরে জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন। তাই তার করোনা টেস্টের জন্য কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ জানান, কামরুন্নাহার জ্বর, সর্দি ও কাশি বেশ কয়েক দিন ধরেই চলছি। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অনেক দিন যাবৎ সংকটাপন্ন অবস্থায় থাকায় তিনি আজ নমুনা দিতে এসে মারা যান। তিনি হৃদরোগেও ভুগছিলেন। এছাড়া আরও অন্য কোনো রোগ ছিল কিনা তা জানা যায়নি।
নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম