বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে, কমেছে সচেতনতা
বিধিনিষেধের ষষ্ঠদিনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মাদারীপুরে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ছোট ছোট যানবাহন। বাস বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে অন্য সব পরিবহন। এছাড়া বাংলাবাজার ফেরিঘাটে পার হচ্ছে শত শত মানুষ।
বুধবার (২৮ জুলাই) সরেজমিনে দেখা গেছে, শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকার পর জনসাধারণ ঘর থেকে বের হয়েছে। শহরের নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়াও খোলা রয়েছে অনেক দোকান-পাট।
অপরদিকে, বাংলাবাজার ফেরিঘাটে ফেরিতে পার হচ্ছে শত শত মানুষ। বিভিন্ন উপায়ে দক্ষিণাঞ্চলের মানুষ বাংলাবাজার ঘাটে এসে ফেরি পার হচ্ছে। আবার ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদেরও ফেরি পার হতে দেখা গেছে। পাশাপাশি পার হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত প্রাইভেটকারও।
ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন। সবখানেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।
বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন আহমেদ জানান, সীমিত আকারে জরুরি ও পণ্যবাহী যানবাহন নিয়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আটটি ফেরি চলাচল করছে।
একে এম নাসিরুল হক/এএইচ/এএসএম