বরিশাল বিভাগে একদিনে শনাক্ত ৮৫৪, ঝরল ১৩ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৮ জুলাই ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত দুইজন এবং বাকি আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৫১ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী ১২৩ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় দুই হাজার ৬৫ টি নমুনা পরীক্ষায় ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলা জেলায়। এ জেলায় শনাক্তের হার ৫১ দশমিক ৬১ শতাংশ। ভোলায় ৩৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বরিশাল জেলায় শনাক্তের হার ৪৭ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বরগুনা জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৩ শতাংশ। এ জেলায় ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের করো শনাক্ত হয়েছে।

পটুয়াখালী জেলায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক ০১ শতাংশ। ঝালকাঠী জেলায় ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮৯ শতাংশ। পিরোজপুর জেলায় ২০৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৮২ শতাংশ।

বিভাগে এখন পর্যন্ত ৩১ হাজার ৪২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৪৪২ জন।

সাইফ আমিন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।