আপিল করে প্রার্থিতা ফেরত পেলেন কাউন্সিলর প্রার্থী


প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ের শেষ দিনে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে মো. রফিকুল ইসলাম খাদেম ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে দাখিলকৃত মো. জাহিরুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাকি প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পরে বাতিল হওয়া দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আপিল করেন। আপিলের শুনানি শেষে রফিকুল ইসলাম খাদেমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও জহিরুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামায় ভুল তথ্য দেয়ায় কাউন্সিলর প্রার্থী মো. রফিকুল ইসলাম খাদেম এবং মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করায় আরেক কাউন্সিলর প্রার্থী মো. জহিরুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছিল। তবে জেলা প্রশাসকের কাছে আপিল করে রফিকুল ইসলাম খাদেম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।