মেহেরপুরে ৭ জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৬ জুলাই ২০২১

মেহেরপুরে গাংনীর চৌগাছা গ্রামে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন- চৌগাছা গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে ফারুক হোসেন ওরফে বাবু (৩৫), একই গ্রামের মরহুম আ. মান্নাফের ছেলে গোলাম কিবরিয়া (৫০), ফজলুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (৪৫), বাবলু আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), হোসেন আলীর ছেলে আনিছুর রহমান (৫২), গাংনী ভিটাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মোতালেব হোসেন (৩৫) এবং একই পাড়ার মৃত মুজিবর রহমানের ছেলে আলিউল ইসলাম (৩০)।

ডিবি’র পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) খোন্দকার শাহ আলমের নেতৃত্বে এসআই মুক্ত রায় চৌধুরী, এসআই অজয় কুমার কুন্ডু, এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই হেলাল উদ্দীন ও এএসআই মাহতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ডিবির ওসি শাহ আলম জানান, চৌগাছা ভিটাপাড়ার বড় পুকুরের পাশের বাঁশ বাগানে জুয়ার আসরের খবর পেয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় ডিবি। সেখান থেকে সাত জুয়াড়িকে আটক করে ২ সেট তাস, ১৭ হাজার ৯০০ টাকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেন ডিবি সদস্যরা।

তিনি আরও বলেন, আটক জুয়াড়িদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে সোমবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা।

আসিফ ইকবাল/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।