শরীয়তপুরে ৫নং ওয়ার্ডে পাঁচ পাহাড়ের লড়াই


প্রকাশিত: ০৭:২৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে পাঁচ পাহাড়ের লড়াই জমে উঠেছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ভোটাররা। ভোটারদের মনে আশঙ্কা দেখা দিয়েছে কাকে রেখে কাকে ভোট দেবেন তারা।

শরীয়তপুরে পাহাড় বংশটি একটি স্বনামধন্য বংশ। এ বংশে উচ্চ শিক্ষিত থেকে শুরু করে কম শিক্ষিত লোকও রয়েছেন। আর তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্থানীয় ভোটাররা। পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও তাদের মধ্যে পাঁচজনই রয়েছেন পাহাড় বংশের।

তারা হলেন, ইয়াকুব আলী পাহাড়, শাহাদাত হোসেন পাহাড়, মো. ছাত্তার পাহাড়, মো. ইদ্রিস পাহাড় এবং হোসেন পাহাড় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা সকলেই আশাবাদী এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।

আর বাকিরা হলেন, সিদ্দিকুর রহমান বেপারী, আবুল কাশেম মোল্লা, আমির আলী সরদার ও আজিজুর রহমান (আনন্দ শেখ)। তাদের মধ্যে আটজন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং একজন বিএনপির সমর্থিত প্রার্থী।

শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা তিন হাজার ৫শ` জন। এতো অল্প ভোটের মাধ্যমে এত বেশি কাউন্সিলর প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা থাকলেও মনের ভেতর নানা প্রশ্ন দেখা দিয়েছে। কাকে রেখে কাকে ভোট দেবেন তারা।

ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, ৫নং ওয়ার্ডে পাহাড় বংশের প্রার্থী বেশি থাকায় এবার কাউন্সিলর পদ তাদের বংশে নাও থাকতে পারে। অনেক ভোটাররাই আশঙ্কা করছেন এবার হয়তো কাউন্সিলর পদটি পাহাড় বংশ ব্যাতিরেকে অন্য কোনো প্রার্থী দখল করে নেবেন।

মো. ছগির হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।