পদ্মা সেতুর পিলারে ধাক্কা : সেই ফেরির মাস্টারকে জিজ্ঞাসাবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২১
ফেরি ‘শাহজালাল’-এর ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমান

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরি ‘শাহজালাল’র ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে শিবচর থানা পুলিশ। বাংলাবাজার ঘাট এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো আটক করা হয়নি। শনিবার (২৪ জুলাই) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

তিনি জানান, এখনো মাস্টারকে আটক করা হয়নি। যেহেতু একটি জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে, জিডি মূলে তার জিজ্ঞাসাবাদ চলছে।

শিবচর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) সকালে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়ার ঘটনায় রাত ১০টার দিকে শিবচর থানায় জিডি করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। জিডি নম্বর ৮৯১। জিডিতে ফেরি শাহজালালের ফিটনেস ছিল কি-না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা ও কোনো অবহেলা ছিল কি-না, এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের স্বার্থেই রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

প্রসঙ্গত, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার পরে সঠিকভাবে ফেরি পরিচালনায় ব্যর্থ হওয়ার অভিযোগে দুপুরে বিআইডাব্লিউটিসি থেকে এক আদেশে মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।