বিধিনিষেধে ফাঁকা খুলনার সড়ক-মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৪ জুলাই ২০২১

একদিকে ঈদের আমেজ, অন্যদিকে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ। সব মিলিয়ে ফাঁকা রয়েছে খুলনার সড়ক ও মহাসড়কগুলো।

শনিবার (২৪ জুলাই) বিধিনিষেধের দ্বিতীয়দিনে ভোর থেকেই এ চিত্র দেখা যায়।

বিভাগীয় শহর খুলনার প্রবেশমুখ ও ব্যস্ততম সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। মহানগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। ব্যস্ততম রাস্তাগুলো প্রায় জনশূন্য।

এসময় পণ্যবাহী ট্রাক, যৌক্তিক কারণে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন শহরে ঢুকতে দেয়া হয়নি।

এদিকে একইঅবস্থা মহানগরীর জিরোপয়েন্টের গল্লামারী এলাকায়। সেখানে চেকপোস্ট বসিয়ে শহরে যানবাহন প্রবেশ বন্ধ করা হচ্ছে। শিববাড়ী কেডিএ এভিনিউ, সোনাডাঙ্গা থানা সংলগ্ন বাইপাস রোড, মসজিদ সরণিসহ ব্যস্ততম সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

jagonews24

এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় অলিগলিতে কয়েকটি ইজিবাইক চলতে দেখা গেলেও মূল সড়কে শুধু রিকশা ও মোটরসাইকেল চলছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে সারাদেশে শুক্রবার (২৩ জুলাই) থেকে সরকারঘোষিত কঠোরতম বিধিনিষেধ শুরু হয়েছে। এদিন খুলনা মহানগরীতে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৩১ জনকে ৩১টি মামলায় ১৭ হাজার ২৫০ জরিমানা করেন।

এদিকে খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। শুক্রবার নতুন করে জেলার ১৩৯ জন করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৩৬ শতাংশ।

আলমগীর হান্নান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।