কুমিল্লায় প্রার্থীতা ফিরে পেল ২৭ কাউন্সিলর


প্রকাশিত: ০৩:১০ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

কুমিল্লার ৬ পৌরসভার ২৭ কাউন্সিলরের প্রার্থীতা বহাল করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিলের শুনানি শেষে তাদের প্রার্থীতা বহাল রাখা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ ডিসেম্বর জেলার ছয় পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ মেয়র প্রার্থী ও ৩৩ জন কাউন্সিলরসহ ৪১ জনের প্রার্থীতা বাতিল করা হয়। পরে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য মেয়র ও কাউন্সিলরসহ ৩৮ জন আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে ২৭ জন কাউন্সিলরের প্রার্থীতা বহাল রাখা হয়, তবে আপিল দায়েরকারী ৫ মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।