নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে। মৃত্যুর হার এক দশমিক ২২ শতাংশ।
শুক্রবার (২৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মৃতদের মধ্যে দুইজন সোনাইমুড়ীর, একজন চাটখিল ও একজন কবিরহাটের বাসিন্দা।’
এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১৬ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৪ জনে দাঁড়াল। আক্রান্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
নতুন আক্রান্তের মধ্যে, নোয়াখালী সদরে ২৭ জন, সূবর্ণচরে ছয়জন, বেগমগঞ্জে ১০ জন, সোনাইমুড়িতে ১৯ জন, চাটখিলে চারজন, কোম্পানীগঞ্জে ২২ জন ও কবিরহাটে ২৮ জন।
নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি জনগণেকে নিজেদের স্বার্থে সচেতন হওয়ার আহবান জানান।’
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস