বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে এবং কাহালুর পাগলাপীর এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদরের ছোট বেলাইল গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৩০) ও তার ছেলে সুর্য মিয়া (১২), অজ্ঞাত যুবক (২৮) এবং নুরজাহান বেগম (৫২)।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিনজন নিহত হন।

খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, দুপুরে বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নুরজাহান বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি কাহালু উপজেলার বাথই গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী।

ব্যাটারিচালিত ভ্যানযোগে কল্যাণপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাগলাপীর এলাকায় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহত নুরজাহানের নাতনী সোনালী (৭) এবং ভ্যানচালক রজব আলী (৫০) গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।