অবৈধ রেলক্রসিংয়ে প্রাণ গেল ২ গরু ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৮ জুলাই ২০২১

যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুইজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়।

রোববার (১৮ জুলাই) উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামের মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পায়রা ইউনিয়নের পদ্মপুকুর এলাকার মৃত নওশের আলীর ছেলে শহিদ শেখ (৫৫) ও একই ইউনিয়নের সমশপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মফিজ (৪০)। গুরুতর আহত একই ইউনিয়নের বারন্দি গ্রামের সবুর গাজীর ছেলে রাসেলকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে গরুসহ তিনজন গরু ব্যবসায়ী অভয়নগরের মাইলপোস্ট এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় যশোরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুইটি গরু মারা যায়। দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায় আলমসাধু ( স্থানীয় একটি যান)। এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত আলমসাধুর চালকসহ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

jagonews24

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার বুলবুল আহমেদ বলেন, দুর্ঘটনাস্থলের ক্রসিংটি রেলওয়ে নির্ধারিত ক্রসিং নয়। অবৈধ রেলক্রসিং হওয়ায় এটি সম্পূর্ণ অরক্ষিত ছিল। যে কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।