নোয়াখালীতে করোনায় আরও ৮ জনের মৃত্যু
নোয়াখালীর ১২০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও করোনা ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে বেগমগঞ্জের তিনজন, চাটখিলের দুইজন, সেনবাগের একজন ও সদরের দুইজন রোগী রয়েছেন।
সিভিল সার্জন বলেন, এ হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন। হাসপাতালে ২৫ জন পুরুষ ও ৪৮ জন নারীসহ ৭৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১০ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডা. মাসুম ইফতেখার বলেন, জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ২১২টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জের ২৩, সোনাইমুড়ীর ২৮, সেনবাগের একজন রয়েছেন। শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ৫২ ভাগ।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭০৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৩৭৫ জন রোগী। মারা গেছেন ১৬২ জন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম