কেউই খাদ্যের অভাবে থাকবে না : পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৮ জুলাই ২০২১

কেউই খাদ্যের অভাবে থাকবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (১৮ জুলাই) ভার্চুয়ালি ঈদে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ৯ হাজার ১৯২ জন দুস্থ ও অসহায়ের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকে এ সময় পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সরকার। এ মানবিক সহায়তা অব্যাহতভাবে চলমান থাকবে।

মন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ। তাই সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সঙ্গে মাঝে ত্রাণ বিতরণ করতে হবে। সতর্কতার সঙ্গে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি এসময় জনগণের প্রতি আহবান জানান।

জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুল আজিজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।