টিকা নিয়ে কথা বলতে নিজ দেশে গেলেন ভারতীয় হাইকমিশনার
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে ভারতে গেলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৯টার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় প্রবেশ করেন তিনি। সেখান থেকে প্লেনে দিল্লি যাবেন।
এর আগে আখাউড়া স্থলবন্দরে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার। তার সঙ্গে ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশকে ঠিক কবে করোনার টিকা দেয়া হবে এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে সময়ক্ষণ বলতে পারেননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তবে দ্রুত সময়ের মধ্যে যেন সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা সরবরাহ করা হয় সে বিষয়ে আলোচনা করতে দেশে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
দোরাইস্বামী বলেন, ‘দুদেশের মধ্যে সড়ক ও রেলপথ সংযোগ দ্রুত শেষ করার লক্ষ্যে দুদেশ কাজ করে যাচ্ছে। এতে উভয়েই লাভবান হবে।’
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস