গরুপ্রতি খাজনা ২৩০ টাকা, আদায় হচ্ছে ৪০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৭ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে জেলার বিভিন্ন হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে সরেজমিনে হাটে গিয়ে এ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাটে গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা খাজনা নেয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা মানছেন না। তারা সরকারি নির্দেশনা উপেক্ষা না গরুপ্রতি ৪০০ টাকা ও ছাগলপ্রতি ১৫০ টাকা খাজনা নিচ্ছেন।

বিজ্ঞাপন

কাতিহার পশুহাটে আসা সাহাবুল ও দিদারুল নামে দু’জন ক্রেতা অভিযোগ করেন, সরকারি নিয়ম অমান্য করে হাট কমিটির লোকজন তাদের কাছে বেশি টাকা নেয়ায় ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনকে এ বিষয়ে দৃষ্টি দেয়ার দাবি জানান তারা।

হাটে রশিদ লেখক বলেন, ‘হাটের ইজারাদার তোহিদুর ইসলামের নির্দেশে ৪০০ টাকা করে খাজনা নেয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাট ইজারাদার তৌহিদুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘খাজনার টাকা আদায়ের বিষয়টি তিনি জানেন না।’

জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রিতম সাহা বলেন, ‘সরকারি নিয়ম না মানলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তানভীর হাসান তানু/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।