করোনায় আক্রান্ত পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৭ জুলাই ২০২১

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শনিবার সকালে সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান সর্দি ও মাথাব্যথা অনুভব করেন। পরে তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে অ্যান্টিজেন টেস্ট করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। আমরা তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি।’

এদিকে পঞ্চগড়ে বর্তমানে ৮৫৭ জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন। করোনায় এ নিয়ে জেলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফিকুল আলম/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।