হবিগঞ্জে গাঁজা পাচারকালে তিন বোনসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৭ জুলাই ২০২১

হবিগঞ্জের মাধবপুরে গাঁজা পাচারকালে তিন বোনসহ চারজনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (১৭ জুলাই) ধর্মঘর-জগদীশপুর সড়কের দুর্লভপুর নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন- ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন (৪৫), সাফিয়া খাতুন (৫০) ও পুতুল বেগম (৩০) এবং চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া (২৪)।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, শনিবার সকালে বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সিএনজিচালক ও তিন বোনকে আটক করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।