‘স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজিবি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৭ জুলাই ২০২১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজিবি। এছাড়া সীমান্তে অতন্দ্র পাহারা দিয়ে দেশের মানুষের মন জয় করেছে এ বাহিনী। এই বাহিনীকে আরও দায়িত্বশীল হয়ে সীমান্তে কাজ করতে হবে।’

শনিবার (১৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের সীমান্তে সুরক্ষার পাশাপাশি নানা দুর্যোগে জনগণের পাশে থাকার জন্য বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

jagonews24

এর আগে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর ৯৬তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী মো. আব্দুল কাদের জিলানী এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

৯৬তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণে মোট ২৪৮ জন রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।