চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে সদর উপজেলায় তিনজন, দামুড়হুদায় দুইজন ও জীবননগরে তিনজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ৮১ দশমিক ৪৮ ভাগ। নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২৯ জন, আলমডাঙ্গায় আটজন ও দামুড়হুদায় সাতজন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২০৯ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৪ জন ও ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।