চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মৃতদের মধ্যে সদর উপজেলায় তিনজন, দামুড়হুদায় দুইজন ও জীবননগরে তিনজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ৮১ দশমিক ৪৮ ভাগ। নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২৯ জন, আলমডাঙ্গায় আটজন ও দামুড়হুদায় সাতজন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২০৯ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৪ জন ও ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।