করোনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৬ জুলাই ২০২১

গাজীপুরের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মো. আমিনুল ইসলাম (৫০) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারবাল অ্যাসিস্ট্যান্ট এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বড্ডা ও বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার যৌথ বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৪ দিন আগে থেকেই অসুস্থ ছিলেন আমিনুল ইসলাম। অসুস্থতা ক্রমেই ধারাপের দিকে যাচ্ছিল। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার (১৫ জুলাই) তার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ দুপুরে তিনি মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় কালীগঞ্জ উপজেলায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

আব্দুর রহমান আরমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।