কঠোর বিধিনিষেধের ১৪ দিনে ময়মনসিংহে জরিমানা ৩০ লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২১

করোনা রোধে পালিত হওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহে ২৯ লাখ ৯৫ হাজার ৯৫৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ জুলাই সকাল ৬টা থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত জেলা শহর ও উপজেলাগুলোতে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

jagonews24

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা ও উপজেলাগুলোতে ৬৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৩৯৩ মামলায় ২৯ লাখ ৯৫ হাজার ৯৫৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

মঞ্জুরুল ইসলাম/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।