ক্যাম্পে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৫ জুলাই ২০২১

কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফস্থ ক্যাম্প-২৩ (শামলাপুর) এ/৪ ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮-এর মৃত নুর হোসেনের ছেলে শাহীন (২২) ও সাহেদ (১৮)।

এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেলসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন-এর অধিনায়ক মো. তা‌রিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শামলাপুর এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এ অভিযান চালায়। আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।