কিশোরগঞ্জে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল মামা-ভাগনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৪ জুলাই ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরের পানিতে ডুবে মিলন ও শিমুলে নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের রাবারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের সদরের লিলু মিয়ার ছেলে মিলন মিয়া (২২) ও মিলনের ভাগ্নে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইবনে রোমান শিমুল (১৭)।

বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিমুল রাবারকান্দি ইব্রাহিমপুর বেটতলা পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। সে বাজিতপুর হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।

আর তার মামা মিলন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। কয়েকদিন আগে তিনি ভাগ্নেকে দেখতে আসেন। এরপর বিধিনিষেধে আটকা পড়েন তাদের বাসায়।

বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন মামা ও ভাগ্নে। কিন্তু দুজনের কেউই সাঁতার জানতেন না। একপর্যায়ে পানিতে তলিয়ে যান শিমুল। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যান মিলনও। এ সময় আশপাশের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।