কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৩ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মিদুল কান্তি জাগো নিউজকে বলেন, মহাসড়কের চরবাকর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৩৪০০) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।