১৮ জুলাই থেকে সাতদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৩ জুলাই ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদ ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের হাকিমপুর হিলি ও ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের মধ্যে আলোচনা করে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য আগামী ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৫ জুলাই থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার অব্যাহত থাকবে

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সরকার ঘোষিত ঈদের ছুটি ব্যতীত হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।