পরশুরামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৩ জুলাই ২০২১

ফেনীর পরশুরামে পুকুরে ডুবে ইরামনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে পরশুরাম পৌরসভার ৭নং ওয়ার্ড করলিয়া কোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সকালে বাসায় নাস্তা সেরে মোবাইলে কথা বলছিলাম। হঠাৎ খেলতে খেলতে ইরামনি ঘরের বাহিরে চলে যায়। মোবাইলে কথা শেষে তাকে না দেখে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পেছনে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক দবব্রু গাসম্মি দেবু মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় ৭নং ওয়ার্ডের কমিশনার স্বপন পানিতে ডুবে শাহাদাত হোসেনের মেয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর উল্লাহ কায়সার/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।