কুড়িগ্রামে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার দুপুর ১টায় বাসস্ট্যান্ড সংলগ্ন তার নির্বাচনী কার্যালয়ে নাগেশ্বরীবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ, আব্দুল আউয়াল, আব্দুল মজিদ, আব্দুল ওয়াদুদসহ কর্মী-সমর্থকরা।

ইশতেহারে তিনি উল্লেখ করেন, পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার সকল সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান ও শহর-গ্রামে সমান উন্নয়ন করবেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের নবীন-প্রবীণ সমন্বয়ে নাগরিক কমিটি, অভিযোগ কেন্দ্র গঠন, রিকশা, অটোরিকশার পাশাপশি নিম্ন আয়ের মানুষদের কর মুক্ত করা, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে সবাইকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, মাস্টারপ্লান অনুয়ায়ী  বাড়ি-ঘর নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, নিয়মিত ড্রেনেজ পরিস্কার, সড়কবাতি স্থাপন ও দৃষ্টিনন্দন শহর গড়ার প্রতিশ্রুতিসহ ১৭টি উন্নয়নমুখী কর্ম পরিকল্পনা ঘোষণা করেন।

নাজমুল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।