বাবুগঞ্জে পোল্ট্রি ব্যবসায় ধস ঠেকানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বাবুগঞ্জ উপজেলার পোল্ট্রি ব্যবসায় ধস ও ব্যাবসায়ীদের ভর্তুকির দাবিতে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ প্রেসক্লাবে পোল্ট্রি ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পোল্ট্রি খামারে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় পোল্ট্রি মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের এজেন্টরা চরা দামে মুরগির বাচ্চা বিক্রয় করেন। এছাড়া ওই সব প্রতিষ্ঠানের নিয়োজিত কোম্পানির উৎপাদিত খাবার ও ওষুধ চড়া দামে ক্রয় করতে হয়। ফলে পোল্ট্রি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। সরকারকে এসব নিয়ন্ত্রণ ও খামারিদের সহজ শর্তে ঋণ দেয়ার দাবি জানানো হয়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জিয়াউদ্দিন আকন, মো. তৌহিদুল ইসলাম,বাবুগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান, মো. সেলিম, মো. মামুন খান, সামসুল হক তালুকদার প্রমুখ।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।