ফেসবুকে প্রেম, বিয়ের ৬ মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১১ জুলাই ২০২১

ফেসবুকে প্রেম করে বিয়ের ছয় মাস পর দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (১১ জুলাই) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- মানিক মোল্লা (২২) ও লাইলী আক্তার (২০)। মানিক ওই গ্রামের খাইরুল মোল্লার ছেলে আর লাইলী আক্তারের বাড়ি চাঁদপুর জেলায়।

নুরুল ইসলাম নামের স্থানীয় এক স্কুল শিক্ষক পরিবারের বরাত দিয়ে জানান, মানিক মোল্লা রাজধানী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ফেসবুকে লাইলীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে লাইলী আগের স্বামী সংসার ফেলে মানিককে বিয়ে করেন। বিয়ের পর কাজ কর্ম না থাকায় মানিক স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বিলচান্দক চলে আসেন। এখানে এসে মানিক কৃষিশ্রমিক ও ভ্যানচালক হিসেবে কাজ শুরু করেন। বর্ষা ও লকডাউনে বেকার হয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো।

ফেসবুকে প্রেম, বিয়ের ৬ মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

রোববার সকালে মানিক মোল্লার বাবা-মা সাংসারিক কাজে বাইরে যান। দুপুরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরে কারো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

আমিন ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।