টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১১ জুলাই ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। রোববার (১১ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২১টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৭৮ ভাগ।

সিভিল সার্জন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৯ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৬৪ জন। মারা গেছে ১৫৯ জন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।