চুয়াডাঙ্গায় করোনায় ৬, উপসর্গে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১১ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে জীবননগরের একজন, সদরের চারজন, দামুড়হুদার দুজন এবং আলমডাঙ্গার তিনজন রয়েছেন।

নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪৬ জন, আলমডাঙ্গার ২০ জন, দামুড়হুদার ২৯ জন এবং জীবননগরের ৩৮ জন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বর্তমানে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৮৩৩ জন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩০ জন।

সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।