চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৯ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১০ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে জীবননগর উপজেলার একজন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনজন, দামুড়হুদা উপজেলায় তিনজন এবং আলমডাঙ্গার দুজন রয়েছেন।

বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১ হাজার ৮২৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৩ জন এবং হাসপাতালে আছেন ১২২ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪০৬ জনে। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫০ জন।

সালাউদ্দীন কাজল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।