কুমিল্লায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২৫ এএম, ১০ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) উপজেলার মহালক্ষ্মীপাড়া ও পূর্ণমতী গ্রামে দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ে তারা আহত হন। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতদের মধ্যে গুরুতর তিন জনকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা জলাতঙ্ক টিকার প্রথম ডোজ নিয়ে বাসায় ফিরেছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন শুক্রবার রাতে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাগলা কুকুরের কামড়ে দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের মধ্যে তিন জনকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজনকে জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। তারা বাড়িতে ফিরেছেন।

জাহিদ পাটোয়ারী/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।