উপহারের দুই ঘরে ফাটল, আতঙ্কে বাকি ১৩ ঘরের বাসিন্দারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৯ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল দেখা দিয়েছে। ঠিকমতো গর্ত ভরাট না করে রাস্তার পাশের জমিতে ঘরগুলো নির্মাণ করায় ঘরের দেয়ালে ফাটল ধরেছে বলে দাবি এলাকাবাসীর।

ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নে ১৩টি ঘরের মধ্যে দুটি ঘরে ফাটল দেখা গেছে। ঘর দুটিতে ফাটল দেখা দেখায় আতঙ্কে দিন কাটছে বাকি ১৩টি ঘরে থাকা বাসিন্দাদের।

প্রকল্প সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। ওই সময় ভোলাহাট উপজেলায় ১৫৭টি ঘর বরাদ্দ দেয়া হয়।

উপহারভোগীদের অভিযোগ, বালিমাটি দিয়ে গর্ত ভরাট করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। বৃষ্টিতে মাটি দেবে যাচ্ছে। যে কারণে ঘরগুলোতে ফাটল দেখা দিচ্ছে।

jagonews24

তারা আরও জানান, হালকা বাতাস হলেই ঝরঝর করে সিমেন্ট আর বালু ঝরে পড়ছে। ঘর নির্মাণের সময় নিম্নমানের সিমেন্ট ব্যবহার করায় এমন অবস্থা হয়েছে। এতে আশঙ্কায় দিন কাটছে তাদের।

এ বিষয়ে জানতে চাইলে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে ফাটল ধরার কথা শুনে সরজমিন পরিদর্শন করেছি। তবে ওই ঘরে ফাটল ধরেনি মাটির কারণে হালকা দাগ পড়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ঘরগুলো খুব দ্রুত মেরামত করার আদেশ দেয়া হয়েছে। দ্রুত ঘরগুলো বসবাসের উপযোগী হয়ে উঠবে বলে জানান তিনি।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।